এবার ফেসবুকের বিজ্ঞাপন বয়কট করলো ডিজনি

২০ জুলাই, ২০২০ ০১:১৯  
ফেসবুকের বিজ্ঞাপন সেবা বয়কট করা কোম্পানিগুলোর মধ্যেই সম্ভবত সবচেয়ে বড় কোম্পানি যুক্ত হলো এবার। হটাৎ করেই এই তালিকায় যুক্ত হয়েছে ডিজনি। খবর এনগ্যাজেট। মিডিয়া ও থিম পার্ক জায়ান্টটি ফেসবুকে বিজ্ঞাপন খরচ কমিয়েছে। তবে ঠিক কতোটা কমিয়েছে এবং কতোদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে সেটি এখনও পরিস্কার নয়। কারণ ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই নিরবেই এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র আরও জানিয়েছে, ডিজনি ইনস্টাগ্রামেও হুলু বিজ্ঞাপন বন্ধ করেছে। এ বিষয়ে ডিজনি কিছু না বললেও ফেসবুক জানিয়েছে তাদের বিদ্বেষমূলক ইস্যুতে আরও কাজ করার আছে। ডিবিটেক/বিএমটি